ভি আর পি সংস্থার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা
ভাইরাস এর প্রকোপে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব বর্ধমান এর খণ্ডঘোষ ভি আর পি সংগঠন। সংগঠনের ব্লক সভাপতি বিশ্বজিৎ মিস্ত্রি বলেন করোনা ভাইরাস এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বহু সংগঠন সমাজসেবী প্রতিষ্ঠানে রাজনৈতিক নেতৃত্ব সহ আরও অন্যান্য অনেকে তাদের নিজেদের অর্জিত টাকা দান করছেন। আমরাও আমাদের সংগঠন এর সমস্ত সদস্য মিলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দান করলাম একটি চেকের মধ্য দিয়ে। আজ খণ্ডঘোষ বিডিও অফিসে বিডিও কমল কান্তি তলাপাত্র হাতে চেকটি তুলে দিলাম। বিডিও কমল কান্তি তলাপাত্র বলেন সাধুবাদ জানাই এই সংগঠনকে। মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন আপনারা আপনাদের সাধ্যমত দান করুন করোনা ভাইরাস কে মোকাবিলা করার জন্য। তাই ন্যূনতম বেতন পাওয়া সত্ত্বেও আজকের এই আর্থিক দান অন্যতম মুখ্য ভূমিকা পালন করল বলে মনে করি।
No comments