নিজেদের পেনশনের টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিলেন সল্টলেকের ২ বাসিন্দা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনা ভাইরাসের জন্য চলছে লকডাউন।আর তাতে সমস্যায় পড়েছে বহু মানুষ।সেই সব দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে অনেকেই মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করছে অনেকে।
আর এবার সেই সব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সল্টলেকের বাসিন্দা ৯৯ বছরের মিহির কুমার চ্যাটার্জি (প্রাক্তন কেন্দ্রীয় সরকারি দফতরের চিফ ইঞ্জিনিয়ার) ও ৮২
মঞ্জুসা দাস ঘোষ (প্রাক্তন হাইকোর্টের বিচারপতির স্ত্রী)।তাদের এক মাসের পেনশনের টাকা দিলেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।সুজিত বোসের হাতে চেক তুলে দেন তারা।
আজ সল্টলেকের ইসি ব্লকের ১৬৪ নাম্বার বাড়িতে পৌঁছে যায় বিধান নগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস।সেই বাড়িতেই থাকেন মিহির বাবু।তার বাড়িতে চলে আসেন মঞ্জুসা দেবী।দুজনে একসাথে সুজিত বোসের হাতে দুটি চেক তুলে দেন।মিহির বাবুর এক মাসের পেনশনের ৯০ হাজার টাকা ও মঞ্জুসা দেবীর ১ লাখ টাকা তুলে দেন।
তাদের দাবি একটু দেরি হলেও তাদের এই টাকা যেন দ্রুত মানুষের কাজে লাগানো হয়।আর এই টাকা দিতে পেরে তারাও খুশি মানুষের পাশে দাঁড়াতে পেরে।
No comments