পূর্ব মেদিনীপুরের বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৫ জন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার আরো ৪ জন, নদিয়া জেলার ১জন, মোট ৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে আজ বাড়ি যাচ্ছেন। এই ৫ জন রোগী পূর্ব মেদিনীপুর বড়মা হসপিটালে ভর্তি ছিলেন।
যে ৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে আজ বাড়ি যাচ্ছেন তাদের সবার নাম গুলো নিচে দিলাম। 👇👇
১) রকি বিশ্বাস (নাদিয়া) মেছেদা RPF কর্মরত।
২) শেখ ইমাম (হলদিয়া)
৩) শেখ মোবাইদুল ইসলাম (হলদিয়া)
৪) অমিত সুকুল (হলদিয়া)
৫) নাজমুল ইসলাম (হলদিয়া)
No comments