টিটাগড় থানার পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বিজেপি সমর্থকদের
সৈকত গাঙ্গুলী, নিউজ অনলাইন: টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের উদয় সংঘ ক্লাবের মাঠে হোলিতে রঙ খেলতে বাঁধা এবং বিজেপি সমর্থকদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উমা শঙ্কর সিং । অভিযোগ মঙ্গলবার বিকেলে টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে উদয় সংঘ ক্লাবের সামনে যখন স্থানীয় বিজেপি সমর্থকরা রং খেলছিল, তখন টিটাগড় থানার পুলিশের একটি মোবাইল ভ্যান ওই ক্লাব প্রাঙ্গণে গিয়ে মাইক ও বক্স ভাঙচুর করে এবং এলাকায় গিয়ে পুলিশ তাণ্ডব চালায় । স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিনয় লাল বলেন, "পুলিশ এখানে ঘরে ঢুকে ঢুকে অত্যাচার করেছে, মহিলা, শিশুদের ও ছাড়েনি । আমি এলাকার কাউন্সিলর হয়ে পুলিশের অত্যাচার বন্ধ করতে গেছি । আমাকে বলছে, আমি কি রাষ্ট্রপতি ? আমাকেও গালি দিল । আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি ?" বিজেপি জেলা সভাপতি উমা শঙ্কর সিং বলেন, " যেভাবে বেছে বেছে আমাদের সমর্থকদের উপর হামলা করেছে পুলিশ তাতে আমি হতবাক । আমি প্রত্যেক পুলিশের নামে ব্যাক্তিগত ভাবে মামলা করব । ওরা কি চায়, আমরা দোল উৎসব বন্ধ করে দেব ? এটা হয় নাকি ? পুলিশের এই নির্যাতন আমরা মানব না ।"
অন্যদিকে টিটাগড় থানার পুলিশ সূত্রের খবর, হোলি খেলার নাম করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ওই ক্লাবের ছেলেরা । ওদের মাইক বন্ধ করতে বলার পরও ওরা কথা শোনেনি । বাধ্য হয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয়েছে । হোলির দিনে পুলিশি নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা ।
No comments