Breaking News

কাঁচরাপাড়ায় সিএএ র সমর্থনে প্রচারে বেড়িয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেশ কিছু বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি: কাঁচরাপাড়া ৫ নম্বর ওয়ার্ড ধরমবির কলোনি  সংলগ্ন এলাকায়  সি এএ র সমর্থনে প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি কর্মী।এদিন সকাল  এগারোটা নাগাদ বিজেপির কাঁচরাপাড়া মন্ডল ১ সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে কিছু বিজেপি কর্মী ওই এলাকায় সিএএ র সমর্থনে প্রচারে বেরোয়। তখন বাইকে চেপে আসা কিছু দুষ্কৃতীরা প্রথমে তাদের গালিগালাজ করে পরে তাদের কর্মীদের মারধর করে।  মহিলাদেরও মারধর করা হয় এমনই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। ঘটনার পরে বীজপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

 যদিও ফোনে এই ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তর ২৪ পরগণা জেলার যুব তৃণমূল সহ সভাপতি সুজিত দাস। এটা বিজেপির নিজেদের গোষ্ঠী দ্বন্দ বলে তিনি দাবি করেছেন। 

No comments