Recent comments

ads header

Breaking News

কামারহাটিতে নিজের স্ত্রীকে মেরে আত্মঘাতী হলেন স্বামী


নিউজ অনলাইন: স্ত্রীকে মেরে আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া থানার কামারহাটি ধোবিয়া বাগান এলাকায়। সোমবার পবিত্র ঈদের দিন যখন সকলে ব্যস্ত উৎসবের আনন্দে তখন নিজের আবাসনে বউয়ের গলায় ছুড়ি মেরে খুন করে নিজের হাত কেটে আত্তহত্যা করার চেষ্টা করে শেখ সাজিদ হোসেন।  সাজিদের মা জানান  ঘরের মধ্যে ডাকাডাকি করতে  বাচ্চার চিৎকার পান এরপর ঘরের দরজা ভেঙে  রক্তাক্ত অবস্থায় রেহেনা পারভীন খাতুনকে সাগরদত্ত  মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে হাত কাটা অবস্থায় এলাকার মানুষ শেখ সাজিদ হোসেন কে রিক্সা করে সাগরদত্ত মেডিসিন কলেজে নিয়ে আসার সময় সে রিক্সা থেকে পালিয়ে সাগরদত্ত হসপিটালের পুকুরে ঝাঁপ মারে। তারপর বেলঘড়িয়া থানার পুলিশ পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির পর সাজিদ কে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। পেশায় বাস চালক সাজিদের সাথে তিন বছর আগে বিয়ে হয়েছিলো কাশীপুরের বাসিন্দা রেহেনার। তাদের দুবছরের একটি সন্তান ও রয়েছে। প্রবিত্র উৎসবের দিন জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments