ত্রিকোণ প্রেমের বলি ওলা চালক
নিউজ অনলাইন : বুধবার মধ্যরাতে কল্যাণী এক্সপ্রেসওয়ে এর ওপর একটি ওলা গাড়ি থেকে গাড়ি চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল খড়দহ থানার পুলিশ। পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত ব্যক্তির নাম সুজিত কুমার সাউ, বাড়ি টালা থানা অঞ্চলে। রাতে পুলিশ টহল দেবার সময় গাড়িটিকে দেখতে পায়। দেখা যায় একটি মেয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশ তাকে ধরে ফেলে। ওই মেয়েটির নাম সিমা শর্মা। তার সাথে একটি যুবক ছিল সে এলাকা থেকে পালায় পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলে। ওই ধৃত যুবকের নাম পিন্টার কুর্মী। ২ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। তবে কেন ওই ওলা চালককে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে খড়দহ থানার পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ত্রিকোণ প্রেমের জেরে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই সিমা শর্মা ডিভোর্সি মহিলা।এরপর এই ওলা চালকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর এই পিন্টার এর সাথেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সিমা । পরবর্তীকালে পিন্টার তাদের দুজনের প্রেমের পথে কাঁটা সরাতে দুজন মিলে চক্রান্ত করে সুজিত কুমার সাউ কে খুন করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী গতকাল সুজিত এর গাড়ি করে খড়দহ রুইয়া এসে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে।
No comments