আবারও উত্তপ্ত জগদ্দল বোমাবাজিতে কাঁপলো এলাকা
নিজস্ব প্রতিনিধি: জগদ্দল এর ঘটনা যেন রোজকার ঘটনা গতকাল এক অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ। আজ ফের জগদ্দলে বোমাবাজিতে কেঁপে উঠলো এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এলাকায় জগদ্দল এর 4 নম্বর ও পাঁচ নম্বর গলি ছয় নম্বর সাইডে চলছে বোমাবাজি। এই ঘটনায় গুরুতর আহত হয় মোহাম্মদ আলম এক ব্যাক্তি। তাকে গোলঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
No comments