Breaking News

আবারও উত্তপ্ত জগদ্দল বোমাবাজিতে কাঁপলো এলাকা


নিজস্ব প্রতিনিধি: জগদ্দল এর ঘটনা যেন রোজকার ঘটনা গতকাল এক অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ। আজ ফের জগদ্দলে বোমাবাজিতে কেঁপে উঠলো এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এলাকায় জগদ্দল এর 4 নম্বর ও পাঁচ নম্বর গলি ছয় নম্বর সাইডে চলছে বোমাবাজি। এই ঘটনায় গুরুতর আহত হয় মোহাম্মদ আলম এক ব্যাক্তি। তাকে গোলঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

No comments

করোনা হয়েছে গুজব ছড়াতেই, আতঙ্কে আত্মহত্যা যুবকের

নিউজ অনলাইন: করোনা হয়েছে ভুয়ো গুজব ছড়ানোয় আতঙ্কে আত্মহত্যা করল যুবক। মৃত যুবকের নাম রাকেশ দাস, বয়স ২৬ বছর। পেশায় আইসক্রিম ব্যবসা...