ঈদের সকালে বৃষ্টিতে ভাসল কাটোয়া মহকুমা
গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমান,৫ জুনঃ
প্রচণ্ড দাবদাহে এরমধ্যে শুরু হল বৃষ্টি। খুশির ঈদের দিন ভাসলো কাটোয়া মহকুমা। আজ সকাল থেকে কাটোয়া মহকুমার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি। এর জেরে স্বস্তিতে সাধারণ মানুষ। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি ।কাটোয়া শহর,দাঁইহাট শহর সহ কুরচি,মেঝিয়ারী,নন্দীগ্রাম,চাণ্ডুলী,বাকসা,সিঙ্গি,শ্রীবাটী,মূলগ্রাম,করুই,কৈথন,ঘোড়ানাশ,মুস্থূলী,আমডাঙ্গা, একডেলা,আখড়া,বিষ্ণুপুর,ইসলামপুর,পাইকপাড়া,গোপখাঁজি সহ বিস্তৃর্ণ এলাকায় ঈদের সকালে বৃষ্টিতে ভাসল।
No comments