Recent comments

ads header

Breaking News

হাড়োয়ায় বোমা ফেটে মৃত্যু ১২ বছরের কিশোরীর


বারাসাতঃ বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু বছর ১২ কিশোরীর। মৃত কিশোরীর নাম আকিলা খাতুন। রবিবার দুপুর ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার
হাড়োয়া থানার হলদা গ্রামে। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে এদিন দুপুর তিনটে নাগাদ পরিত্যক্ত বাড়িতে বোমা ফেটে ওই কিশোরীর মৃত্যু হয়।  কিশোরীর মৃত্যু তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থানার হলদা গ্রামে ওই কিশোরীর বাড়ির থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়িতে কিছু বোমা মজুদ করে রাখা ছিল। এদিন দুপুর তিনটে নাগাদ আকিলা খাতুন খেলতে খেলতে ওই পরিত্যক্ত ঘরে যায়। বল ভেবে বোমা তুলতে গেলে তখনই  বোমাগুলি ফেটে যায় বলে দাবি এলাকার মানুষের। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরী হাসপাতালে আনার সময় রাস্তাতেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কি করে বোমা গুলি ওই পরিত্যক্ত ঘরে আসলো? কে সেগুলি কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল তার তদন্ত শুরু করছে পুলিশ।।

No comments