ধ্বংসের মুখে রাজনগরের ঐতিহাসিক ফাঁসি ঘর
উত্তম মণ্ডল, বীরভূম: একসময় বীরভূম জেলার রাজধানী ছিল রাজনগর। বতর্মানে এটি ঝাড়খণ্ড লাগোয়া প্রান্তিক অঞ্চল। প্রায় দু'হাজার বছরের রাজনৈতিক ওঠা-পড়ার ইতিহাস জড়িয়ে রয়েছে এই রাজভূমি রাজনগরের সঙ্গে। এলাকায় ছড়িয়ে থাকা এখনো বহু ব্রাত্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন অতীত রাজনগরের গৌরবোজ্জ্বল দিনের সাক্ষী দেয়। বিগত বাম আমলে রাজ্য হেরিটেজ কমিশনের উদ্যোগে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শনের সংস্কার হয়েছিল। এখনো বহু সংস্কার প্রয়োজন। জেলার পর্যটন মানচিত্রে রাজনগর স্থান পাক, এমনটাই প্রত্যাশা রাজনগরবাসীর। আর সেই শুভক্ষণের দিকেই তাকিয়ে এলাকার মানুষ। রাজনগরের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক ফাঁসি ঘর। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখনো মাথা তুলে সে সাক্ষী দিচ্ছে রাজনগরের অতীত ইতিহাসের।
No comments