বিজেপির বিজয় মিছিল রাজনগরে
উত্তম মন্ডল, রাজনগর, বীরভূম: সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর গতকালই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। এই সাফল্যকে সামনে রেখেই আজ সকালে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে বিজয় মিছিল করলো বিজেপি। রাজনগর বিজেপির আহ্বায়ক সামিউল আক্তার মিলনের নেতৃত্বে এই মিছিলে ছিলেন বংশীধর মালী,অনুপ গরাই, পল্টুপদ ধীবর, প্রণব দে,গৌতম সাহা, চন্দন সাহা, বাপ্পাদিত্য দে প্রমুখ। মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারা। মিছিল রাজনগর হাটতলা দলীয় অফিস থেকে বাজারের ভেতর হয়ে শুরু হয়ে ডাকবাংলো পর্যন্ত যায়। মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। এতদিন যারা লুকিয়ে ছিল, আজ তাদের সকলকে দেখা গেছে মিছিলে। সতর্ক ছিল পুলিশও।
No comments