নোয়াপাড়া এবং আমডাঙ্গা ছাড়া বাকি ৫ টি বিধানসভার প্রত্যেকটা থেকেই লিড পেল অর্জুন সিং
নিউজ অনলাইন : প্রথম থেকেই সমগ্র রাজ্যের নজর ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটির দিকে। যেভাবে ভোট গ্রহণের দিন দৌড়তে গিয়ে অর্জুন সিং মাটিতে পড়ে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন ফল বেরোনোর পরেও ঠিক সেভাবেই মুখ থুবড়ে পড়ে যাবেন অর্জুন সিং। কিন্তু অর্জুন সিং বোধ হয় ভোটের অংক টা বেশ ভালোই বোঝেন। আর তার প্রতিফলনটা ফল বেরোনোর পরে বোঝা গেল।
পোস্টাল ব্যালট মিলিয়ে অর্জুন সিং এর মোট প্রাপ্ত ভোট ৪৭২৯৯৪। অন্যদিকে দীনেশ ত্রিবেদীর প্রাপ্ত ভোট পোস্টাল ব্যালট মিলিয়ে ৪৫৮১৩৭। এবার আসি বিধানসভা ভিত্তিক ফলাফলে। আমডাঙ্গা বিধানসভায় অর্জুন সিং এর প্রাপ্ত ভোট ৬২০৮৭। দীনেশ ত্রিবেদীর প্রাপ্ত ভোট ৯৮৬৫৩। বীজপুরে অর্জুন সিং এর প্রাপ্ত ভোট ৫৮৯১২। দীনেশ ত্রিবেদীর প্রাপ্ত ভোট ৫১০১৬। নৈহাটি বিধানসভায় অর্জুন সিং এর প্রাপ্ত ভোট ৬৫৬০১। অন্যদিকে দীনেশ ত্রিবেদী পেয়েছেন ৬৪৩৭৫। ভাটপাড়ায় অর্জুন সিং পেয়েছেন ৬৪৬৮০টি ভোট। অন্যদিকে দীনেশ ত্রিবেদী পেয়েছেন ৩৪৯৭৩টি ভোট। জগদ্দল বিধানসভায় অর্জুন সিং পেয়েছেন ৭৭৭৩৩ টি ভোট। দীনেশ ত্রিবেদী পেয়েছেন ৬৯৩৬৯টি ভোট। নোয়াপাড়ায় অর্জুন সিং পেয়েছেন ৭৮৪৩১টি ভোট। এবং দীনেশ ত্রিবেদী পেয়েছেন ৭৮৯৫৭টি ভোট। ব্যারাকপুর বিধানসভায় অর্জুন সিং পেয়েছেন ৬৪০৪৬টি ভোট। অন্যদিকে দীনেশ ত্রিবেদী পেয়েছেন ৬০৫২৭টি ভোট।
Excellent news.
ReplyDelete