নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে গোলাকার বস্তুু ঘিড়ে বোমাতঙ্ক,ঘটনাস্থলে বোম ডিসপজাল স্কোয়াড
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে গোলাকার বস্তুু ঘিড়ে বোমাতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন সকালে স্টেশনে ঢোকার মুখে বাগানের মধ্যে বস্তুুটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রেল পুলিশের আধিকারিকরা। এরপর তারাই খবরদেয় বোম্ব স্কোয়াডকে। খবর পেয়ে তরীঘরী ঘটনাস্থলে ছুটে যায় বোম স্কোয়াড। এরপর বোম স্কোয়াড গিয়ে বস্তুটিকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্তর সংলগ্ন একটি খালি মাঠে নিয়ে যায়। তবে গোলাকার বস্তুুটি আদও কোন বিস্ফোরণ কি না তা খতিয়ে দেখছে বোম স্কোয়াড।
No comments