বদলি হচ্ছেন বীজপুর থানার আই সি ত্রিগুনা রায়
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বীজপুর থানার আই সি ত্রিগুনা রায় বদলি হচ্ছেন। তার নতুন পোস্টিং হতে চলেছে উত্তর বঙ্গের কালিম্পঙে মিসিং পার্সন ব্যুরো বিভাগে। তার জায়গায় বীজপুর থানার নতুন আই সি হয়ে আসছেন সঞ্জয় বিশ্বাস, ইনি মুর্শিদাবাদের ভগবানগোলার সার্কেল ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত ত্রিগুনা রায় বীজপুর থানায় তার কর্মাবস্থায় সু দক্ষতার পরিচয় দিয়েছেন। কোভিড কালে তিনি দায়িত্ব সহকারে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও প্রশাসনিক ভাবেও তার সুদক্ষতার পরিচয় পেয়েছে বীজপুর বাসী।
No comments