এখনই বাতিল হচ্ছেনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মহামারীর প্রকোপ কমলে ঘোষণা হতে পারে পরীক্ষার নতুন তারিখ
নিউজ অনলাইন: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আজ বিকাশ ভবনে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্টই বলেন এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলা হবে। আমরা খুব দ্রুত জনাব কি করতে যাচ্ছি। তবে মহামারীর প্রকোপ কম হলে পরীক্ষা নেওয়া হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি।
ইতিমধ্যেই স্কুলগুলিতে আইসোলেশন সেন্টার করার চিন্তাভাবনা করা হয়েছে রাজ্যের তরফে এ বিষয়ে দিন ব্রাত্য বসু বলেন নির্দিষ্ট সময়ে এ বিষয়ে নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের পোর্টালে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জেলা শাসকরা স্কুলগুলির অবস্থা খতিয়ে দেখছেন। তারা সিদ্ধান্ত নেবেন।
No comments