বীজপুরের মানুষের সুবিধার্থে বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে চালু হতে চলেছে সেফ হোম
নিউজ অনলাইন: বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে এবার বীজপুরের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে হালিশহরে চালু হতে চলেছে সেফ হোম। আগামী ১৯ শে মে হালিশহর রামপ্রসাদ আবাসে এই সেফ হোমের শুভ উদ্বোধন করা হবে। বিধায়কের বক্তব্য," আমাদের এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য। সেই কারণেই আমরা এই সেফ হোম চালু করছি।"
No comments