দিনের আলোয় কল্যাণী রথতলায় ব্যাবসায়ীকে গুলি করে খুন
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ৩১শে জুলাই শুক্রবার বিকেল চারটে নাগাদ কল্যাণী পুরসভার ২০ নং ওয়ার্ডের রথতলা সংলগ্ন ঘোষপাড়া রোডের উপর এক ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম চন্দন দাস(২৭)। বাড়ি কল্যাণী রথতলা বিধান পল্লী এলাকায়। বাড়ির নিচেই এই চন্দন দাসের একটি প্লাইউডের দোকান আছে, দুপুরের খাবার খেয়ে এসে যখন তিনি দোকানে বসে ছিলেন, তখন কিছু দুষ্কৃতী গাড়ি করে এসে তার বুকে গুলি করে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরে বাড়ির লোক তাকে স্থানীয় কল্যাণী জহরলাল হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে কল্যাণী থানার পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। মৃত চন্দন দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
No comments