ফের "রেফার রোগে" মৃত্যু হল টাইফয়েড আক্রান্ত এক যুবকের
নিউজ অনলাইন: রেফার রোগে ভুগে ফের মৃত্যু হল টাইফয়েড আক্রান্ত এক তরতাজা যুবকের৷ দক্ষিণ ২৪ পরগনা জয়নগর এর বাসিন্দা অশোক রুইদাস টাইফয়েড জ্বর নিয়ে ১৪ দিন দক্ষিণ বারাসাতের এক নার্সিং হোমে ১৪ দিন ভর্তি ছিলেন। কিন্তু অবস্থার কোনরকম উন্নতি না হওয়ায় তাকে ভালো চিকিৎসার আশায় কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখান থেকে তাকে রেফার করা হয় শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। সেখানেও ঠাই হয়নি অশোকের। সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অশোক এর বাবা মা অসহায় হয়ে ১০২ নম্বরের এম্বুলেন্স করে কলকাতার এই হাসপাতাল ওই হাসপাতাল করে ছুটে বেড়ান ছেলের চিকিৎসার জন্য। কিন্তু কোথাও ঠাঁই হয়নি অশোকের।অভিযোগ ১০২ নম্বর অ্যাম্বুলেন্সে কোন অক্সিজেন সিলিন্ডার ছিল না ফলে অক্সিজেনের অভাবে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয় অশোক রুইদাস এর।
কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দেওয়া সত্বেও রোগী ভর্তি নিয়ে রাজ্যের সরকারি হাসপাতাল গুলোর এই উদাসীনতা রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্হা কে বারবার কাঠগড়ায় তুলছে।
No comments