বারাসাতে বেআইনি ভাবে ২৭ বস্তা রেশনের চাল মজুদ করার অভিযোগে আটক ২
নিউজ অনলাইন: বারাসাত বনমালীপুর ১৪ নং ওয়ার্ড এলাকায় একটি বেড়ার ঘরে মজুত করা হয়েছিল ২৭ বস্তা রেশনের চাল। এদিন পুকুর পরিষ্কার করতে গিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয় কাউন্সিলরের । স্থানীয় কাউন্সিলর সমীর কুন্ডু জানান, "ওখানে বেশ কিছুদিন অমর দাস নামে এক ব্যক্তি ভাঙ্গাচুরা জিনিসের ব্যবসা করতো । তবে আজ পুকুর পরিষ্কার করতে গিয়ে নজরে আসে ওখানে বেশ কিছু বস্তা চাল মজুদ করা রয়েছে। তারপরে স্থানীয় প্রশাসনকে খবর দি আমি।" বারাসাত থানার পুলিশ এসে ২৭ বস্তা চাল সহ একটি গাড়ি ও দুজনকে আটক করেছে । পাশাপাশি সঠিক তদন্ত ও শাস্তির দাবি করেন কাউন্সিলর । পুলিশ সূত্রে খবর ছোট জাগুলিয়া এসএস ঘোষ এন্টারপ্রাইজ রেশন শপ এর এই চাল । এখানে বেআইনি ভাবে বিক্রির জন্য মজুত করা হয়েছিলো ।ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ ।
No comments